ঢাকা , রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস প্রবাসীদের কল্যাণে সফল এক উদ্যোগ ‘জীবন বীমা’: মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কা‍র্যালয়ের নজরদারিতে বিএমইটি, পরিব‍র্তনের চ্যালেঞ্জে নতুন মহাপরিচালক ২০২৪ সালে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি অনলাইনে কর্মীদের সাথে প্রতারণা, সতর্ক থাকতে দুবাই কন্স্যুলেটের অনুরোধ কর্মী ভিসায় অস্ট্রেলিয়া যেতে বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তা মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের হার উদ্বেগজনক, ‘অ্যান্ডি হল’ ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা

বিভিন্ন খাতে শতাধিক কর্মী নিচ্ছে কাতার

Print Friendly, PDF & Email

কাতার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধিনে কস্টাল অ্যান্ড সিকিউরিটির জন্য শতাধিক কর্মী নিয়োগ নিচ্ছে কাতার সরকার। বোয়েসেলের মাধ্যমে কাতার যাওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন আগ্রহী কর্মীরা।

বুধবার (২৫ মে) বোয়েসেলের দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ টি পদে ১০১ জন কর্মী নেয়া হবে।এরমধ্যে নাভিগাটোর, ড্রাইভার ও রাডার টেকনিশিয়ান পদে ৯২ জন কর্মী নেয়া হবে ।আবেদনকারী কর্মীদের বয়স হতে হবে ২৫-৩২ বছরের মধ্যে। যাদের শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতা আবশ্যকীয় নয়। প্রত্যেক কর্মীর বেতন হবে ৫হাজার ৭’শ কাতারিয়ান রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১লক্ষ ৩৮ হাজার টাকা।

এছাড়া মেরিং সাইন্স কন্সালটেন্ট পদে নেয়া হবে ১ জন কর্মী। যার বয়স হতে হবে ৩৫-৫০ বছরের মধ্যে। প্রার্থিকে অবশ্যই ডক্টরেট অথবা মাস্টার্স কিংবা ব্যাচেলর ডিগ্রীধারী হতে হবে। প্রার্থিকে মেরিন সাইন্স, মেরিন জিয়োলজি অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং এ পারদর্শি হতে হবে। ২১-২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্য হতে হবে । বেতন ১৬ হাজার ৯৫০ কাতার রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ১০ হাজার টাকার সমপরিমান।

এছাড়াও মেরিন সাইন্স এক্সপার্ট পদে নেয়া হবে ৪ জন কর্মী। যাদের বয়স হতে হবে ৩৫-৫০ বছরের মধ্যে। এক্ষেত্রেও প্রার্থিকে অবশ্যই ডক্টরেট অথবা মাস্টার্স কিংবা ব্যাচেলর ডিগ্রীধারী হতে হবে। তাছাড়া প্রার্থিকে মেরিন সাইন্স,মেরিন জিয়োলজি অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং এ পারদর্শি হতে হবে। একইসাথে ১২-১৩ বছরের অভিজ্ঞতা সম্পন্য হতে হবে । বেতন ১৩ হাজার ৬২৫ থেকে ১৬ হাজার ৯৫০ কাতারি রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় ৩লাখ ২৯ হাজার টাকা থেকে ৪ লাখ ১০ হাজার টাকার সমপরিমান।

জেনারেন ফাইটিং এক্সপার্ট পদে নেয়া হবে ১ জন কর্মী। যার বয়স হতে হবে ৩৫-৫০ বছরের মধ্যে। প্রার্থিকে অবশ্যই ডক্টরেট অথবা মাস্টার্স কিংবা ব্যাচেলর ডিগ্রীধারী হতে হবে। এছাড়াও ফায়ার ফাইটিং ইঞ্জিনিয়ারিং, সেফটি অথবা ফায়ার রেসকিউয়ে পারদর্শি হতে হবে। সেইসাথে ১২-১৩ বছরের অভিজ্ঞতা সম্পন্য হতে হবে । বেতন ১৩ হাজার ৬২৫ কাতার রিয়াল যা বাংলাদেশি মুদ্রায়
৩ লাখ ২৯ হাজার টাকার সমপরিমান।

ডিপ সী ডাক্তার পদে নেয়া হবে ১ জন। যার বয়স হতে হবে ৩৫-৫০ বছরের মধ্যে। প্রার্থিকে অবশ্যই ডক্টরেট অথবা মাস্টার্স কিংবা ব্যাচেলর ডিগ্রীধারী হতে হবে। প্রার্থিকে ডাইভিংয়ে স্পেশাল কোর্স ও অক্সিজেন কন্সালটেশনে পারদর্শি হতে হবে। একইসাথে ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্য হতে হবে । বেতন ৯ হাজার ৯৫০ থেকে ১৬ হাজার ৯৫০ কাতারি রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ২৪ হাজার থেকে ৪ লাখ ৯ হাজার টাকার সমপরিমান।

ফায়ার ফাইটিং ট্রেইনার পদে নেয়া হবে ২ জন কর্মী । যাদের বয়স হতে হবে ২৫-৫০ বছরের মধ্যে। এক্ষ্যেত্রেও প্রার্থিকে ডক্টরেট অথবা মাস্টার্স কিংবা ব্যাচেলর ডিগ্রীধারী হতে হবে। সেইসাথে প্রার্থিকে ফায়ার ফাইটিং ইঞ্জিনিয়ারিং, সেফটি অথবা ফায়ার রেসকিউয়ে পারদর্শি হতে হবে। তবে অভিজ্ঞতার প্রয়োজন নেই। বেতন ৬ হাজার ৩০০ থেকে ৯ হাজার ১৫০ কাতারি রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫২ হাজার থেকে ২ লাখ ২৪ হাজার টাকার সমপরিমান।

চুড়ান্ত নির্বাচিত প্রার্থিদের নিয়ম অনুযায়ী বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীকে ইংরেজীতে জীবন বৃত্তান্তের ১টি ফটোকপি , সকল শিক্ষাগত যোগ্যতার সনদ,অভিজ্ঞতার সনদ,মার্কশিট ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি আগামী ৩০ মে এর মধ্যে বোয়েসেলে জমা দিতে হবে। বাছাইকৃত প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে। এরপর
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রনালয় এর সংশ্লিষ্ট প্রতিনিধি প্রার্থীদের পরীক্ষা গ্রহণ করবেন।

এছাড়াও বিস্তারিত যোগাযোগের জন্য ফোন করতে পারবেন এই নাম্বারে- ০২-৫৮৩১১৮৩৮, ০২-৪৮৩১৯১২৫, ০২-৪৮৩১৭৫১৫, ০১৭৬৫৪১১৬৫৩

প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা- ১০০০। ফোন- +৮৮-০২-৫৮৩১-৬৫৭৭, ৪৮৩১৯১২৫ ও ৪৮৩১৭৫১৫
ইমেইল- info@boesl.gov.bd অথবা md@boesl.gov.bd

Tag :
জনপ্রিয়

বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

বিভিন্ন খাতে শতাধিক কর্মী নিচ্ছে কাতার

আপডেট: ১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
Print Friendly, PDF & Email

কাতার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধিনে কস্টাল অ্যান্ড সিকিউরিটির জন্য শতাধিক কর্মী নিয়োগ নিচ্ছে কাতার সরকার। বোয়েসেলের মাধ্যমে কাতার যাওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন আগ্রহী কর্মীরা।

বুধবার (২৫ মে) বোয়েসেলের দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ টি পদে ১০১ জন কর্মী নেয়া হবে।এরমধ্যে নাভিগাটোর, ড্রাইভার ও রাডার টেকনিশিয়ান পদে ৯২ জন কর্মী নেয়া হবে ।আবেদনকারী কর্মীদের বয়স হতে হবে ২৫-৩২ বছরের মধ্যে। যাদের শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতা আবশ্যকীয় নয়। প্রত্যেক কর্মীর বেতন হবে ৫হাজার ৭’শ কাতারিয়ান রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১লক্ষ ৩৮ হাজার টাকা।

এছাড়া মেরিং সাইন্স কন্সালটেন্ট পদে নেয়া হবে ১ জন কর্মী। যার বয়স হতে হবে ৩৫-৫০ বছরের মধ্যে। প্রার্থিকে অবশ্যই ডক্টরেট অথবা মাস্টার্স কিংবা ব্যাচেলর ডিগ্রীধারী হতে হবে। প্রার্থিকে মেরিন সাইন্স, মেরিন জিয়োলজি অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং এ পারদর্শি হতে হবে। ২১-২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্য হতে হবে । বেতন ১৬ হাজার ৯৫০ কাতার রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ১০ হাজার টাকার সমপরিমান।

এছাড়াও মেরিন সাইন্স এক্সপার্ট পদে নেয়া হবে ৪ জন কর্মী। যাদের বয়স হতে হবে ৩৫-৫০ বছরের মধ্যে। এক্ষেত্রেও প্রার্থিকে অবশ্যই ডক্টরেট অথবা মাস্টার্স কিংবা ব্যাচেলর ডিগ্রীধারী হতে হবে। তাছাড়া প্রার্থিকে মেরিন সাইন্স,মেরিন জিয়োলজি অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং এ পারদর্শি হতে হবে। একইসাথে ১২-১৩ বছরের অভিজ্ঞতা সম্পন্য হতে হবে । বেতন ১৩ হাজার ৬২৫ থেকে ১৬ হাজার ৯৫০ কাতারি রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় ৩লাখ ২৯ হাজার টাকা থেকে ৪ লাখ ১০ হাজার টাকার সমপরিমান।

জেনারেন ফাইটিং এক্সপার্ট পদে নেয়া হবে ১ জন কর্মী। যার বয়স হতে হবে ৩৫-৫০ বছরের মধ্যে। প্রার্থিকে অবশ্যই ডক্টরেট অথবা মাস্টার্স কিংবা ব্যাচেলর ডিগ্রীধারী হতে হবে। এছাড়াও ফায়ার ফাইটিং ইঞ্জিনিয়ারিং, সেফটি অথবা ফায়ার রেসকিউয়ে পারদর্শি হতে হবে। সেইসাথে ১২-১৩ বছরের অভিজ্ঞতা সম্পন্য হতে হবে । বেতন ১৩ হাজার ৬২৫ কাতার রিয়াল যা বাংলাদেশি মুদ্রায়
৩ লাখ ২৯ হাজার টাকার সমপরিমান।

ডিপ সী ডাক্তার পদে নেয়া হবে ১ জন। যার বয়স হতে হবে ৩৫-৫০ বছরের মধ্যে। প্রার্থিকে অবশ্যই ডক্টরেট অথবা মাস্টার্স কিংবা ব্যাচেলর ডিগ্রীধারী হতে হবে। প্রার্থিকে ডাইভিংয়ে স্পেশাল কোর্স ও অক্সিজেন কন্সালটেশনে পারদর্শি হতে হবে। একইসাথে ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্য হতে হবে । বেতন ৯ হাজার ৯৫০ থেকে ১৬ হাজার ৯৫০ কাতারি রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ২৪ হাজার থেকে ৪ লাখ ৯ হাজার টাকার সমপরিমান।

ফায়ার ফাইটিং ট্রেইনার পদে নেয়া হবে ২ জন কর্মী । যাদের বয়স হতে হবে ২৫-৫০ বছরের মধ্যে। এক্ষ্যেত্রেও প্রার্থিকে ডক্টরেট অথবা মাস্টার্স কিংবা ব্যাচেলর ডিগ্রীধারী হতে হবে। সেইসাথে প্রার্থিকে ফায়ার ফাইটিং ইঞ্জিনিয়ারিং, সেফটি অথবা ফায়ার রেসকিউয়ে পারদর্শি হতে হবে। তবে অভিজ্ঞতার প্রয়োজন নেই। বেতন ৬ হাজার ৩০০ থেকে ৯ হাজার ১৫০ কাতারি রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫২ হাজার থেকে ২ লাখ ২৪ হাজার টাকার সমপরিমান।

চুড়ান্ত নির্বাচিত প্রার্থিদের নিয়ম অনুযায়ী বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীকে ইংরেজীতে জীবন বৃত্তান্তের ১টি ফটোকপি , সকল শিক্ষাগত যোগ্যতার সনদ,অভিজ্ঞতার সনদ,মার্কশিট ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি আগামী ৩০ মে এর মধ্যে বোয়েসেলে জমা দিতে হবে। বাছাইকৃত প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে। এরপর
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রনালয় এর সংশ্লিষ্ট প্রতিনিধি প্রার্থীদের পরীক্ষা গ্রহণ করবেন।

এছাড়াও বিস্তারিত যোগাযোগের জন্য ফোন করতে পারবেন এই নাম্বারে- ০২-৫৮৩১১৮৩৮, ০২-৪৮৩১৯১২৫, ০২-৪৮৩১৭৫১৫, ০১৭৬৫৪১১৬৫৩

প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা- ১০০০। ফোন- +৮৮-০২-৫৮৩১-৬৫৭৭, ৪৮৩১৯১২৫ ও ৪৮৩১৭৫১৫
ইমেইল- info@boesl.gov.bd অথবা md@boesl.gov.bd