হজ পালনে আগ্রহী হজযাত্রীদের সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-২ এর নিবন্ধনের সময় আবারও বৃদ্ধি করা হয়েছে ।
রবিবার (২২ মে) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-১ নিবন্ধন শেষ হয়েছে ২২মে কিন্তু প্যাকেজ-২ এর নিবন্ধন ২৪ মে ব্যাংকিং সময় পর্যন্ত বাড়ানো হয়েছে। প্যাকেজ-১ এবং প্যাকেজ-২ এর নিবন্ধনের সর্বশেষ সময় ছিলো ১৮ মে পর্যন্ত। এরপর তা বাড়িয়ে ২২ মে করা হয়। এবার শুধু প্যাকেজ-২ নিবন্ধনের সময় বাড়লো ২ দিন। ৩১মে যাত্রা শুরুর লক্ষ্য নিয়ে হজ যাত্রীদের নিবন্ধন শুরু করা হয় ১৬মে থেকে।
এরআগে গেল ১১ মে সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়। প্রথম প্যাকেজে খরচ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ এবং দ্বিতীয় প্যাকেজে খরচ পড়বে ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। এক দিন পর গেল ১২ মে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করা হয়। এবার কোরবানির খরচ ছাড়া হজ প্যাকেজের খরচ পড়বে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা।
চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। যারমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন।
এবছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।