সদ্য প্রয়াত সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে শোক বইয়ে সাক্ষর করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
রবিবার (২২ মে) বিকেলে ঢাকায় অবস্থিত আরব আমিরাতের দূতাবাসে এ স্বাক্ষর করেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং আবুধাবির ১৬তম শাসক প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ১৩ মে ৭৩ বছর বয়সে মারা যান।
শেখ খলিফা ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে প্রেসিডেন্টের পাশাপাশি আবুধাবির শাসকের দায়িত্ব পালন করছিলেন।পিতা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের উত্তরসূরি নির্বাচিত হয়ে রাষ্ট্রদায়িত্ব পালন করেন তিনি।
এর আগে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানকে বাংলাদেশের অকৃতিম বন্ধু হিসেবে আক্ষায়িত করে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেন।
প্রেসিডেন্টের মৃত্যুতে আরব আমিরাতে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়।