মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রবাসী লিটনকে দেশে ফেরাতে বিমানের টিকিট দিয়েছে দেশটির বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার (২০ মে) বাংলাদেশ দূতাবাসে হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ আহত লিটনের কাছে বিমানের টিকিট হস্তান্তর করেন। মালদ্বীপ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।
সম্প্রতি দেশটির হুলহুমালে দ্বীপে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রবাসী লিটন। সহকর্মীর সাথে কাজ শেষে হেটে বাড়ি ফেরার সময় একটি দ্রুত গতির কাবার্ড ভ্যান তাদের চাপা দিলে গুরুতর আহত হন তিনি।
ঘটনার পর তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হলে লিটনের অবস্থা আশংকা জনক উল্লেখ্য করে তাকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শদেন কর্তব্যরত ডাক্তার। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য লিটনের হাতে বিমানের টিকিট হস্তান্তর করেন হাইকমিশনার আবুল কালাম আজাদ।
জানা যায়, গেল ৭ বছর ধরে অবৈধ কর্মী হিসেবে মালদ্বিপে বসবাস করছিলেন লিটন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ঘনপু ইউনিয়নে।