ঢাকা , রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান সরকারিভাবে ফিজিতে কর্মী নিয়োগ মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে পুলিশ কর্মকর্তা বরখাস্ত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবণ ধস, তদন্ত করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ মালয়েশিয়ায় নিখোজঁ ৪ বাংলাদেশি আটক, ৩ কর্মীর মৃত্যুতে হাইকমিশনের শোক মালয়েশিয়ায় ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত লিবিয়া থেকে দেশে ফিরল ১৪৩ বাংলাদেশি, অপেক্ষায় আরও ৩২০ জন মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি কর্মীর মৃত্যু, নিখোজঁ ৪ প্রথমবারের মত তৈরি হচ্ছে বিদেশ ফেরত কর্মীদের তথ্যভান্ডার: প্রবাসী কল্যাণ সচিব বিদেশ ফেরত ২ লাখ কর্মী পাবে ২৭০ কোটি টাকা প্রণোদনা

পরকীয়া সন্দেহে প্রবাসী স্ত্রীকে গলা কেটে হত্যা

Print Friendly, PDF & Email

পরকীয়া সন্দেহে প্রবাসী স্ত্রী রেশমা’কে গলা কেটে হত্যা করেছে তারই স্বামী নূর হোসেন। ঢাকা কেরানীগঞ্জে নিজের মেসবাড়িতে ডেকে নিয়ে স্ত্রীকে হত্যা করেন তিনি।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দা ইউনিয়নে এই ঘটনা ঘটে। ঘটনার পর রেশমার স্বজনদের ফোন দিয়ে হত্যার কথা নিজেই স্বীকার করেন নূর হোসেন। এক যুগ আগে ভালোবাসার সম্পর্কের পর বিয়ে হয় নূর হোসেন ও রেশমার।

তবে তাদের সংসারজীবন শুরুর পর থেকে চলছিল টানাপোড়েন। বেকার নূর সংসারের দায়িত্ব নিতে না পারায় সাত সদস্যের পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রেশমা। বিয়ের চার বছরের মাথায় পাড়ি জমান জর্ডানে।

গেল ৩০ এপ্রিল ছুটিতে দেশে আসেন স্ত্রী রেশমা। এসময় সন্দেহ থেকে প্রায়ই ঝগড়া হতো তাদের মাঝে। একপর্যায়ে রেশমা তার স্বামীর কাছে তালাক চান। তবে স্বামী নূর তাকে অন্য কারও সঙ্গে সংসার করার সুযোগ দেওয়া হবে না বলে হুমকি দেন। এমনটাই অভিযোগ রেশমার পরিবারের।

স্বজনরা বলছেন, রেশমা তালাক চাইলে স্বামী নূর হোসেন বলেন, ‘যদি আমার সঙ্গে সংসার না করো, অন্য কারো সঙ্গে সংসার করতে দেব না। প্রয়োজনে মাটিচাপা দিয়ে দেব। মীমাংসার কিছু নেই, সংসার করবা না, করার দরকারও নেই। আমি কোর্টে আত্মসমর্পণ করব।’

এগারো বছরের একটি সন্তান রয়েছে এই দম্পতির। এদিকে কেরানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত নূরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান

পরকীয়া সন্দেহে প্রবাসী স্ত্রীকে গলা কেটে হত্যা

আপডেট: ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
Print Friendly, PDF & Email

পরকীয়া সন্দেহে প্রবাসী স্ত্রী রেশমা’কে গলা কেটে হত্যা করেছে তারই স্বামী নূর হোসেন। ঢাকা কেরানীগঞ্জে নিজের মেসবাড়িতে ডেকে নিয়ে স্ত্রীকে হত্যা করেন তিনি।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দা ইউনিয়নে এই ঘটনা ঘটে। ঘটনার পর রেশমার স্বজনদের ফোন দিয়ে হত্যার কথা নিজেই স্বীকার করেন নূর হোসেন। এক যুগ আগে ভালোবাসার সম্পর্কের পর বিয়ে হয় নূর হোসেন ও রেশমার।

তবে তাদের সংসারজীবন শুরুর পর থেকে চলছিল টানাপোড়েন। বেকার নূর সংসারের দায়িত্ব নিতে না পারায় সাত সদস্যের পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রেশমা। বিয়ের চার বছরের মাথায় পাড়ি জমান জর্ডানে।

গেল ৩০ এপ্রিল ছুটিতে দেশে আসেন স্ত্রী রেশমা। এসময় সন্দেহ থেকে প্রায়ই ঝগড়া হতো তাদের মাঝে। একপর্যায়ে রেশমা তার স্বামীর কাছে তালাক চান। তবে স্বামী নূর তাকে অন্য কারও সঙ্গে সংসার করার সুযোগ দেওয়া হবে না বলে হুমকি দেন। এমনটাই অভিযোগ রেশমার পরিবারের।

স্বজনরা বলছেন, রেশমা তালাক চাইলে স্বামী নূর হোসেন বলেন, ‘যদি আমার সঙ্গে সংসার না করো, অন্য কারো সঙ্গে সংসার করতে দেব না। প্রয়োজনে মাটিচাপা দিয়ে দেব। মীমাংসার কিছু নেই, সংসার করবা না, করার দরকারও নেই। আমি কোর্টে আত্মসমর্পণ করব।’

এগারো বছরের একটি সন্তান রয়েছে এই দম্পতির। এদিকে কেরানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত নূরকে গ্রেফতারের চেষ্টা চলছে।