লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ৩২ বাংলাদেশি সহ উদ্ধার করা হয়েছে ৮১ জনকে। তিউনিসিয়ার উত্তর-পূর্ব উপকূল থেকে ৪ মেইল দূরে তাদের উদ্ধার করা হয়।
শনিবার (১৪ মে) তিউনিসিয়ার নৌবাহিনী তাদের উদ্ধার করে ।
নৌবাহিনী জানায়, সমুদ্রে পথে উদ্ধার হওয়া ব্যাক্তিদের মধ্যে একজন নারীও আছে। ৩২ জন বাংলাদেশি সহ উদ্ধারকৃতদের মধ্যে ৩৮ জন মিশরীয়, ১০ জন সুদানী এবং ১ জন মরোক্কান। এদের সবার বয়স ২০থেকে ৩৮ বছরের মধ্যে । উদ্ধারের পর তাদেরকে ন্যাশনাল গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায় , তিউনিসিয়ার সাথে লিবিয়ার সীমান্তে থাকা আবু কামাশ নামের একটি গ্রাম থেকে তারা রওনা হয়েছিল। ইতালীয় দ্বীপ ল্যাম্পেদুসা তিউনিসিয়ার উপকূল থেকে মাত্র ১৩০ কিলোমিটার দূরে থাকায় মানব পাচারে জন্য এই পথটি সব থেকে বেশি ব্যবহার করা হয়।
এর আগে লিবিয়া থেকে ইউরোপে পাড়ি জমানোর পথে ভুমধ্যসাগর থেকে ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়। অনিরাপদ এই পথে জীবনের ঝুকি নিয়ে ইউরোপে উন্নত জীবন গড়ার উদ্দেশ্যে রওনা হন অভিবাসী প্রত্যাশীরা।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন মতে ২০২০ – ২০২১ পর্যন্ত ৩৪০১ জন অভিবাসী ভূমধ্যসাগরে ডুবে গেছে বা নিখোঁজ হয়েছে।