ঢাকা , শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান সরকারিভাবে ফিজিতে কর্মী নিয়োগ মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে পুলিশ কর্মকর্তা বরখাস্ত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবণ ধস, তদন্ত করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ মালয়েশিয়ায় নিখোজঁ ৪ বাংলাদেশি আটক, ৩ কর্মীর মৃত্যুতে হাইকমিশনের শোক মালয়েশিয়ায় ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত লিবিয়া থেকে দেশে ফিরল ১৪৩ বাংলাদেশি, অপেক্ষায় আরও ৩২০ জন মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি কর্মীর মৃত্যু, নিখোজঁ ৪ প্রথমবারের মত তৈরি হচ্ছে বিদেশ ফেরত কর্মীদের তথ্যভান্ডার: প্রবাসী কল্যাণ সচিব বিদেশ ফেরত ২ লাখ কর্মী পাবে ২৭০ কোটি টাকা প্রণোদনা

চলতি বছরে মালয়েশিয়ায় ৬,৫৭৩ জন অবৈধ অভিবাসী গ্রেফতার

Print Friendly, PDF & Email

 

চলতি বছরে মালয়েশিয়ায় ৬,৫৭৩ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ। ৭ মে (শনিবার) দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি খায়রুল দাজাইমি  এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের গ্রেফতারে ৫ মে পর্যন্ত দেশব্যাপী ২,৬৫২টি অভিযান পরিচালিত হয়েছে।  এই অভিযানে সবচেয়ে বেশি গ্রেফতার করা হয়েছে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের নাগরিক। গ্রেফতারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৩,১৭২ জন এবং ৮২০ জন বাংলাদেশি। এরপরেই রয়েছে মিয়ানমার ৬৪০ জন, ফিলিপাইন ৫৫৩ জন, থাইল্যান্ড ৪৪১ জন, ভারত ২৭৬ জন , কম্বোডিয়া ১৭০ জন , পাকিস্তান ১৫২ জন, নেপাল ১৪০ জন , ভিয়েতনাম ৮৮ জন এবং বাকি দেশগুলি।

মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি খায়রুল দাজাইমি দাউদ সিনার হারিয়ানকে বলেছেন, পরিচালিত অভিযানে ৫৮ হাজার ২৯১ জনের কাগজ পত্র পরীক্ষা করা করা হয়েছে।  এছাড়া চলতি বছর রাজধানীর আশেপাশে অভিবাসন অভিযানে অবৈধ অভিবাসীদের রক্ষা ও চাকরি দিয়েছেন ১০১ জন নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অভিবাসন বিভাগ ।

খায়রুল দাজাইমি আরও বলেন,   ৯৫ জন স্থানীয় ও ভারতীয় ১ জন, ফিলিপিনো ১ জন, বাংলাদেশি ১ জন, কোরিয়ান ১ জন এবং বাকি দুজন অন্যান্য দেশের নাগরিক যারা অবৈধ অভিবাসীদের সুরক্ষা বা নিয়োগ দিয়েছিল। তাদের সকল্কে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫৬ (১) (ডি) এবং একই আইনের ৫৫বি ধারার অধীনে, অপরাধ প্রমানিত হলে, ৫০ হাজার রিঙ্গিত “জরিমানা ছাড়াও, অপরাধীদের কারাদণ্ড বা ছয়টি বেত্রাঘাতের শাস্তি ও রয়েছে।

Tag :

বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান

চলতি বছরে মালয়েশিয়ায় ৬,৫৭৩ জন অবৈধ অভিবাসী গ্রেফতার

আপডেট: ১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
Print Friendly, PDF & Email

 

চলতি বছরে মালয়েশিয়ায় ৬,৫৭৩ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ। ৭ মে (শনিবার) দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি খায়রুল দাজাইমি  এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের গ্রেফতারে ৫ মে পর্যন্ত দেশব্যাপী ২,৬৫২টি অভিযান পরিচালিত হয়েছে।  এই অভিযানে সবচেয়ে বেশি গ্রেফতার করা হয়েছে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের নাগরিক। গ্রেফতারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৩,১৭২ জন এবং ৮২০ জন বাংলাদেশি। এরপরেই রয়েছে মিয়ানমার ৬৪০ জন, ফিলিপাইন ৫৫৩ জন, থাইল্যান্ড ৪৪১ জন, ভারত ২৭৬ জন , কম্বোডিয়া ১৭০ জন , পাকিস্তান ১৫২ জন, নেপাল ১৪০ জন , ভিয়েতনাম ৮৮ জন এবং বাকি দেশগুলি।

মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি খায়রুল দাজাইমি দাউদ সিনার হারিয়ানকে বলেছেন, পরিচালিত অভিযানে ৫৮ হাজার ২৯১ জনের কাগজ পত্র পরীক্ষা করা করা হয়েছে।  এছাড়া চলতি বছর রাজধানীর আশেপাশে অভিবাসন অভিযানে অবৈধ অভিবাসীদের রক্ষা ও চাকরি দিয়েছেন ১০১ জন নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অভিবাসন বিভাগ ।

খায়রুল দাজাইমি আরও বলেন,   ৯৫ জন স্থানীয় ও ভারতীয় ১ জন, ফিলিপিনো ১ জন, বাংলাদেশি ১ জন, কোরিয়ান ১ জন এবং বাকি দুজন অন্যান্য দেশের নাগরিক যারা অবৈধ অভিবাসীদের সুরক্ষা বা নিয়োগ দিয়েছিল। তাদের সকল্কে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫৬ (১) (ডি) এবং একই আইনের ৫৫বি ধারার অধীনে, অপরাধ প্রমানিত হলে, ৫০ হাজার রিঙ্গিত “জরিমানা ছাড়াও, অপরাধীদের কারাদণ্ড বা ছয়টি বেত্রাঘাতের শাস্তি ও রয়েছে।