ভূমধ্যসাগরের উপকূল থেকে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া ৫৩২ বাংলাদেশির মধ্যে ৪০০ জনের পরিচয় নিশ্চিত হয়েছে বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের ভিন্ন ভিন্ন দুটি টিম আটককৃতদের সঙ্গে কথা বলেছে। দুইদিনে প্রায় ৪০০ জনের ইন্টারভিউ নেয়া হয়েছে।
আটক হওয়া বাংলাদেশিদের সঙ্গে কথা বলে এটা নিশ্চিত হওয়া গেছে যে, তারা বাংলাদেশের নাগরিক। যেহেতু তারা অবৈধভাবে গেছেন। ফলে তাদের অনেকেরই পাসপোর্ট বা অন্য কোনও ডকুমেন্ট নেই।
এর মধ্যে ২৪৪ জন দেশে ফেরতে রাজি। তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র সচিব জানিয়েছেন যারা আসতে চায় তাদের ফেরত আনা হবে।
এর আগে গত ২৩ এপ্রিল তাদের আটক করে লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি বন্দীশিবিরে পাঠানো হয়। মাইগ্রেন্ট রেসকিউ ওয়াচ নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়, বাংলাদেশিদের সাথে আছে ৬ মিশরীয় নাগরিক, সুদানের একজন ও সিরিয়ার ৬ জন।