1. monir212@gmail.com : admin :
  2. support@wordpress.org : Support :
  3. merajhgazi@gmail.com : News Desk : Meraj Hossen Gazi
  4. desk@probashbarta.com : News Desk : News Desk
রবিবার, ২৮ নভেম্বর ২০২১, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :

আমিরাতে যথাযোগ্য মর্যাদায়  বিজয় দিবস পালন করেছে দূতাবাস  

নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
Print Friendly, PDF & Email

 

মুহাম্মদ মোরশেদ আলম, ইউএইঃ বাংলাদেশ দূতাবাস আবুধাবি, দুবাই কনসুলেট, শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল ও কলেজ সহ বিভিন্ন বাংলাদেশি সংগঠনের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় দূতাবাসের অনুষ্ঠান। কোরআন তেলোয়াত করেন দূতাবাস কর্মকর্তা মুহাম্মদ ফরহাদ হোসেন।

এক মিনিট নিরবতা ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জানানো হয় শহীদের স্বরণে।

এসময় রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের উপ মিশন প্রধান মুহাম্মদ মিজানুর রহমান, লেবার কাউন্সিলর মুহাম্মদ আবদুল আলিম মিয়া, প্রথম সচিব রেয়াজুল হক ও দূতালয় প্রধান মুহাম্মদ জুবায়েদ হোসেন।

এর পর অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক ও ইন্টারনেট বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই এর সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম, সহ সভাপতি মুহাম্মদ রফিক উল্লাহ, সহ সম্পাদক সনজিত কুমার শীল, সাংবাদিক মুহাম্মদ আবদুল মন্নান।

বক্তব্য রাখেন অধ্যক্ষ মীর আনিসুল হাসান, বিমান ম্যানেজার এন সি বড়ুয়া, জনতা ব্যাংকের সিইও মুহাম্মদ আমিরুল হাসান, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ ইমরাদ হোসেন ইমু, আশিস বড়ুয়া, মুহাম্মদ শওকত আকবর, নাছির তালুকদার, মুহাম্মদ আমিন মিয়া, মুহাম্মদ বশির ভূইয়া, এস এম রফিকুল ইসলাম, মুহাম্মদ মইনুদ্দীন,মুহাম্মদ রুহুল আমিন, জাকের হোসেন জসিম, মাহাবুব খন্দকার সহ স্থানীয় কমিউনিটি নেতা ও প্রবাসী নেতৃবৃন্দরা।

সবশেষে বিশেষ মোনাজাত করা হয়।

অন্যদিকে আবুধাবি বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান।
এ সময় আলোচনা সভা, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

স্কুলের এই আয়োজনের মাধ্যমে প্রবাসী ছাত্র ছাত্রীরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবেন বলে মনে করেন অভিভাবকরা।

উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক, অভিভাবক, ছাত্র ছাত্রী ও প্রবাসী বাংলাদেশীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরও খবর
© 2018 সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখ, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি
Theme Customized BY LatestNews