1. monir212@gmail.com : admin :
  2. support@wordpress.org : Support :
  3. merajhgazi@gmail.com : News Desk : Meraj Hossen Gazi
  4. desk@probashbarta.com : News Desk : News Desk
শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২, ০২:২৯ পূর্বাহ্ন

“আই লাভ কে এল” লেখা টি-শার্ট পরা আটক প্রবাসীর ছবি ভাইরাল

আহমাদুল কবির, মালয়েশিয়া :
  • প্রকাশিত : শুক্রবার, ১১ জুন, ২০২১
Print Friendly, PDF & Email

 

‘আই লাভ কেএল’ টি-শার্ট পরা অবৈধ অভিবাসীর ছবি নেট দুনিয়ায় হৈচৈ শুরু হয়েছে। কেএল হচ্ছে কুয়ালালামপুর এর সংক্ষিপ্ত রূপ। নেটিজেনরা বলছেন, অভিবাসীরা মালয়েশিযাকে ভালোবাসলেও দেশটির সরকার তাদের ভালোবাসে না।

৬ নভেম্বর রাতে মালয়েশিয়ার সাইবার জায়ার একটি নির্মাণাধীন ভবন থেকে নারী ও শিশুসহ ১৫৬ জন অভিবাসীকে আটক করার সময় মালয় মেলের ফটোগ্রাফার হরি আঙ্গাগারা এ ছবিটি তুলেছিলেন।

১০ জুন ‘টি আর পি’র সাংবাদিক আকমাল হাকিম তার এক প্রতিবেদনে লিখেছেন, অপ্রত্যাশিতভাবে অবৈধ অভিবাসীদের আটকের সময় তাদের মাঝে অজানা এক আতঙ্ক বিরাজ করছিল।

স্থানীয় অভিনেত্রী, লেখক এবং পরিচালক জো কুকথাসের সোশ্যাল মিডিয়ায় ‘আই লাভ কেএল’(কুয়ালালামপুর) টি-শার্ট পরা অবৈধ অভিবাসীর ছবি পোস্ট করার পর এই লোকদের দুর্দশার চিত্র দেখে নেটিজেনদের মাঝে ঝড় ওঠেছে।

নেটিজেনরা বলছেন ‘কর্তৃপক্ষ কর্তৃক ব্যাঙ-মার্চ করা এই অনিবন্ধিত প্রবাসীকর্মী আই-কেএল টি-শার্ট পরেছেন। দুঃখজনক কেএল তাকে আর ভালোবাসে না। কেএল তাকে কাজে ব্যবহার করে। কাজ শেষ হলে ছুড়ে ফেলে দেয়। এই ছবিটি দেখে বিশ্বব্যাপী অনেকেই হতাশা প্রকাশ করেছেন।

ফিলিস্তিনে যে নৃশংসতা চালছে তার সঙ্গে এখানে মালয়েশিয়ায় অনিবন্ধিত অভিবাসীদের ক্ষেত্রেও অমানবিকতার দৃষ্টিভঙ্গি বলে কুকথা মন্তব্য করেছেন।

জো কুকথা লিখেছেন, ‘আমরা অভিবাসীদের এ রকম আচরণ করার অনুমতি দিই, আমরা তাদের চড় মারলাম এবং তাদেরকে গালি দিই, তাদের অধিকার এবং তাদের মানবতা হরণ করি, আমরা তাদের দুঃখকে ঘৃণা করি, আমরা তাদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করি।’

অনেকে বলেছেন, মালয়েশিয়া কর্তৃপক্ষ বিশেষত কোভিড-১৯ মহামারি সময়ে দেশে অবৈধদের বিষয়ে যে পদক্ষেপ নিয়েছে তাতে সবাই বিরক্ত।

প্রবীণ শিল্পীর দেয়া মতামতকে অনেকেই প্রতিপন্ন করেছিলেন, বলেছিলেন, সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো দেশের সর্বোত্তম আগ্রহ বা রাকিয়াতের পক্ষে কি প্রতিফলিত করে না।

তারা বলেছে, মাইগ্রেশনদের সুরক্ষিত করছে এবং আমাদের মালয়েশিয়ানদের সুরক্ষার জন্য এগুলি করছে। সাইবার জায়া অভিযানের ঘটনাস্থলে মালে মেল ফটোগ্রাফার হরি আংগারা এই প্রশ্নে শক্তিশালী ছবি তোলেন, সেখানে দেখা যায় যে নারী ও শিশুসহ ১৫৬ জনের যথাযথ বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে।

মালয়েশিয়ার কর্তৃপক্ষ দেশব্যাপী অনিবন্ধিত অভিবাসীদের উপর কঠোর চাপ দিচ্ছে। ২০২০ সালের মার্চ মাসে প্রথম বড় অভিযান শুরু হয়েছিল। এর আগে, প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন দোষারোপ করেছিলেন যে, সাবা রাজ্যে করোনা সংক্রমণ অনিবন্ধিত অভিবাসীদের থেকে শুরু হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরও খবর
© 2018 সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখ, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি
Theme Customized BY LatestNews