সৌদি আরবে বাংলাদেশি দুই গ্রুপের সংঘর্ষে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে শতাধিক বাংলাদেশি। শনিবার ( ২০ মার্চ) রাতে দেশটির রাজধানী রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশি দুই গ্রুপের মধ্যে দ্বন্দ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে রামদা, ছুড়ি, এ জাতীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে কয়েক শত বাংলাদেশি। এদিকে এখন পর্যন্ত নিহত প্রবাসীর পরিচয় প্রকাশ করেনি সৌদির আইন শৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে প্রবাসীরা জানান, সৌদি আরবে বসবাসরত এবং কর্মরত অন্যান্য প্রবাসীরা, ভারতীয়, পাকিস্তানি, নেপালি, ইত্যাদি দেশের নাগরিকরা কখনোই নিজেরা কোন গ্রুপ বা সংঘ গড়ে তোলে না, এ রকম কোন মারামারিতে জড়ায় না।
সৌদি আরবের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের এ সকল সংঘর্ষের কারনে সৌদি নাগরিকদের কাছে এবং সরকারের কাছে প্রবাসীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও মনে করছেন প্রবাসীরা।