সৌদি আরবে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হচ্ছে। দেশটির জেনারেল অথোরিটি অফ সিভিল এভিয়েশন বলছে আগামী ১৭ মে থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে।
গত বুধবারে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সৌদি আরবের বিমানবন্দরে চলাচলকারী সকল এয়ারলাইন্সকে আন্তর্জাতিক ফ্লাইট পুরোদমে চালুর কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ মে, রাত ১ টা থেকে সৌদি আরবে পুনরায় স্বাভাবিকভাবে সকল আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে।
এর আগে ১২ জানুয়ারির দেয়া একটি নোটিশে জানানো হয় ৩১ মার্চ থেকে সৌদি আরবে সকল আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হবে। তবে গত বুধবার দেয়া নোটিশে এই ঘোষনা প্রত্যাহার করে ১৭ মে থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর কথা জানানো হয়।
সৌদি সরকার ৩১ মার্চ সকল সমুদ্র, স্থল এবং আকাশ পথ খুলে দেয়ার ঘোষণা দিয়েছিলো। তবে এই ঘোষণায় তারিখ বদলে সকল বন্দরের জন্য ১৭ মে পুনরায় স্বাভাবিক কার্যক্রম চালুর নির্দেশ দেয়া হয়েছে।