সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সমিতির আবুধাবি কমিটির নেতারা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) আবুধাবিতে শাপলা হাউস রেস্টুরেন্টের উদ্বোধনকালে তারা এসব কথা বলেন।
প্রতিষ্ঠানটির মালিকরা জানান, এখানে বাংলাদেশসহ অন্যান্য দেশের ভালো মানের খাবার এবং ফ্রী ডেলিভারির ব্যবস্থা রয়েছে।
আমিরাত সরকারকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, ভিজিট ভিসা খোলা থাকায় আমরা আজকে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়েছি। করোনা কালীন সময়ের মধ্যেও দেশের সুনাম বৃদ্ধি করে যাচ্ছেন আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীরা।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে শ্রমিক এনে ব্যবসা বাণিজ্যের প্রসার বাড়াতে দেশের বিমানবন্দরে হয়রানি এবং কন্ট্রাক্ট বাণিজ্য বন্ধ করা জরুরি বলে মনে করেন ব্যবসায়ীরা।
বাংলাদেশি যৌথ মালিকানাধীন শাপলা হাউজ রেস্ট্রুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুল আলম, নিজাম পাশা ও জমির উদ্দিন।
উদ্বোধনি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সঞ্জিত কুমার শীল, হাফেজ মাওলানা মনিরুল আলম, মাওলানা মাহবুবুর রহমান হাবিবী, মাওলানা মোহাম্মদ নাসের, মাওলানা নূরুল ইসলামসহ আরো অনেক প্রবাসী বাংলাদেশি।
সবশেষে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং করোনা থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য হাফেজ আব্দুল আজিজ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।