করোনাভাইরাসের মধ্যে আন্তর্জাতিক ভ্রমণ নিরাপদ করতে মার্চ মাসের শেষ সপ্তাহে কোভিড-১৯ ট্রাভেল পাস চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)। ভ্রমনের জন্য এই কোভিড পাস করোনাভাইরাস পরীক্ষার ফলাফল এবং ভ্যাকসিনের সার্টিফিকেটকে একটি ডিজিটাল মাধ্যমে রূপান্তরিত করবে।
আইএটিএ জানিয়েছে, এই ট্রাভেল পাস হলো একটি অ্যাপ, যা দিয়ে জানা যাবে কোনে একটি দেশে প্রবেশ করতে হলে একজন যাত্রী কোভিড-১৯ বা করোনার পরীক্ষা করিয়েছেন কিনা বা টিকা নেয়ার প্রয়োজন আছে কিনা- তা যাচাই করা হবে।
এছাড়া এসব বিষয় অনুমোদিত কোনো কর্তৃপক্ষ পরিচালনা করছে কিনা তাও যাচাই করা হবে। বিমান সংস্থার আন্তর্জাতিক এই সংগঠন বলছে, বিমান চলাচল পুনরায় চালু করার জন্য এই পাস অত্যাবশ্যক হতে পারে। কারণ, অনেক দেশে এখনও কঠোর বিধিনিষেধ এবং কোয়ারেন্টিন নিয়ম চালু আছে।
এদিকে ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেল অ্যাসোসিয়েশন (আইএটিএ) কর্তৃক উদ্ভাবিত এই ট্রাভেল পাসের পরীক্ষামূলক ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস এয়ারলাইন। রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এমিরেটস।
আইএটিএ ট্রাভেল পাসের অধীনে ভ্রমণ সংক্রান্ত চাহিদার একটি সমন্বিত রেজিস্টার থাকবে। এর ফলে যাত্রীরা যে কোনও গন্তব্যে ভ্রমণ ও প্রবেশের জন্য প্রয়োজনীয় সকল সঠিক তথ্য লাভের সুযোগ পাবেন।
এছাড়া করোনাভাইরাস পরীক্ষার ও ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রগুলোর একটি রেজিস্ট্রি থাকবে, যেগুলো ভ্রমণ গন্তব্য কর্তৃক নির্ধারিত করোনা পরীক্ষা ও ভ্যাকসিনের চাহিদার মান পূরণে সক্ষম। এই প্লাটফর্মে অনুমোদিত ল্যাবরেটরি ও পরীক্ষা কেন্দ্রগুলো পরীক্ষার ফল ও ভ্যাকসিনেশন সার্টিফিকেট সুরক্ষিত ভাবে যাত্রীদের পাঠাতে পারবেন।