করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘ প্রায় বছর খানেক বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমুন্ডু ফ্লাইট। সপ্তাহে প্রতি প্রতি সোমবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে কাঠমুন্ডুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বলে জানা গেছে।
করোনা মহামারির কারণে গত বছরের মার্চের পর বন্ধ হয়ে যায় ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে বিশ্বের প্রায় সব দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর জুন থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু হলে বিমানও ফ্লাইট পরিচালনা শুরু করে।