মালয়েশিয়া শ্রমবাজার চালুর বিষয়ে দু’দেশের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক চলছে। আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে অনলাইনে এ বৈঠক শুরু হয়। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী সারাভানান।
বৈঠকে শ্রমবাজার চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আগেই জানিয়েছে মন্ত্রণালয়। মূলত চারটি এজেন্ডা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে।
বৈঠকে মন্ত্রীর উদ্বোধনী বক্তব্য দেয়ার পর শুরু হয়েছে মূল আলোচনা। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ওয়ার্কিং গ্রুপের বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।