সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ছয় বাংলাদেশির মধ্য পাঁচজনের নাম-পরিচয় প্রকাশ করেছে দেশটির জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কন্স্যুলেট।
নিহতরা হলেন- চট্টগ্রামের দুই ভাই মিজান ও আরাফাত। তারা লোহাগাড়া উপজেলার দক্ষিণ সুখছড়ী চাম্বির পাড়ার সুলতান আহমদের ছেলে।
এছাড়া কক্সবাজারের ঘাতিভাঙ্গা গ্রামের ইসহাক মিয়া, তাঁর পিতার নাম জালাল মিয়া ও একই গ্রামের আব্দুল আযিয, পিতা- কবির আহমেদ এবং একই উপজেলার আবু গফুরের ছেলে ডেমবুনি পারার রফিক উদ্দিন নিহত হয়েছেন।
এদিকে দুর্ঘটনায় নিহত অপর বাংলাদেশির নাম পরিচয় এখনো সনাক্ত করা যায়নি বলে কন্স্যুলেট থেকে জানানো হয়েছে।
নিহতদের মরদেহ মদিনার কিং ফাহাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় মধ্যরাতে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানাতে পারেনি সেখানকার স্থানীয় পুলিশসৌদি
নিহতদের মরদেহ শনাক্তে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।