বাংলাদেশি নাগরিকদের উপর থেকে ‘ভিসা নিষেধাজ্ঞা’ শিথিল করছে দক্ষিণ কোরিয়া। শনিবার (০৬ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা কমে যাওয়ায় দেশটির সরকার বাংলাদেশের নাগরিকদের উপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা এই সপ্তাহ থেকে শিথিল করতে যাচ্ছে বলে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফলে শিক্ষার্থীহসহ ইপিএস কর্মীরা দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য ভিসার জন্য আবেদন করতে পারবেন।
তবে দক্ষিণ কোরিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের মাত্রা আবার বেড়ে গেলে এই ভিসা নিষেধাজ্ঞা বলবত থাকবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
তাই দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগে করোনা শনাক্তে নমুনা পরীক্ষার সময় এবং এ সংক্রান্ত সনদ সংগ্রহে সংশ্লিষ্ট সকলকে যথাসম্ভব সতর্কতা অবলম্বল করার আহবান জানিয়েছে দূতাবাস।