সৌদি আরবে করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধে জারি করা বিধি নিষেধের জন্য আল-গুরাইয়াত এবং তাবারজল-আলজউফ এলাকায় প্রবাসীদের জন্য কন্স্যুলার ভিজিট বাতিল করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি গুরাইয়াত এবং তাবারজলে কন্স্যুলার সেবা দেওয়ার কথা ছিল। কিন্তু সৌদি আরবে করোনাভাইরাসের সংক্রমণ রোধে জারি করা বিধি নিষেধের জন্য সেটি বাতিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আগামী ১৬ এপ্রিল গুরাইয়াত এবং ১৭ এপ্রিল তাবারজলে বসবাস করা প্রবাসীদের কন্স্যুলার সেবা দেওয়া হবে।