মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের ‘রিক্যালিব্রেশন’ নামে বৈধ করণ কর্মসূচি চলছে। সেই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে ১ লাখ ১০ হাজার বাংলাদেশি পাসপোর্ট নবায়নে জন্য আবেদন করেছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাস বলছে, মাত্র তিন মাসের মধ্যে বিপুল সংখ্যক প্রবাসীর এই পাসপোর্ট রি-ইস্যুর প্রক্রিয়া শেষ করা হয়েছে, যা বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল দূতাবাসের যেকোন সময়ের তুলনায় সর্বোচ্চ। করোনা মহামারী পরিস্থিতিতেও হাইকমিশনে বিদ্যমান সীমিত জনবল ও লজিস্টিক নিয়ে দিনরাত একটানা অক্লান্ত পরিশ্রমের ফলে সম্ভব হয়েছে।
এছাড়া বিপুল সংখ্যক প্রবাসীর পাসপোর্ট ঢাকা থেকে নিয়ে সল্প সময়ের মধ্যে ডেলিভারি দেওয়ার প্রয়োজনয়ীয় ব্যবস্থা গ্রহণ করছে হাইকমিশন। এ ব্যাপারে কোন প্রকার দালালের প্ররোচনায় পরে প্রতারিত হওয়া থেকে প্রবাসীদের সতর্ক থাকতে বলছে দূতাবাস। একই সাথে প্রবাসীদের পাসপোর্ট সেবা গ্রহণের জন্য হাইকমিশনের ফেসবুক পেজে যুক্ত থাকতে বলা হয়েছে।