করোনাভাইরাসের কারনে বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসনের জন্য ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রবাসী কল্যাণ ব্যাংক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
“বিশেষ পুনর্বাসন ঋণ”
- ১ জানুয়ারি ২০২০ সালের পর যারা দেশে ফিরে এসেছে অথবা বিদেশে মৃত্যুবরণ করেছে তাদের বিশেষ পুনর্বাসন ঋণ দেওয়া হবে।
- মাত্র ৪% সুদে পাবেন এই “বিশেষ পুনর্বাসন ঋণ”।
- পাঁচ লাখ টাকা পর্যন্ত এই ঋণ পাওয়া যাবে।
- ঋণ পরিশোধে দীর্ঘ কিস্তির সুবিধা।
“পুনর্বাসন ঋণ”
বিদেশ ফেরত অভিবাসী পুরুষ কর্মীদের ৯% সরল সুদে এবং অভিবাসী নারী কর্মীদের ৭% সরল সুদে “পুনর্বাসন ঋণ” দেওয়া হচ্ছে।
“বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ”
বিদেশে অবস্থারত অভিবাসী কর্মী বা তাঁর উপর নির্ভরশীল পরিবারের যে কোন সদস্যকে (পিতা, মাতা, স্বামী/স্ত্রী , সন্তান, ভাই, বোন) সহজ শর্তে ৯% সরল সুদে “বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ” বিতরণ করা হচ্ছে।
“অভিবাসন ঋণ”
বিদেশগামী কর্মীদের সহজ শর্তে, সল্প সময়ে ৯% সরল সুদে “অভিবাসন ঋণ” বিতরণ করা হচ্ছে।
আবেদনের জন্য যেসব কাগজপত্র লাগবে
- ঋণ আবেদনকারীর সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজ ছবি। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি( না থাকলে জন্ম নিবন্ধন সনদ) বর্তমান ও স্থায়ী ঠিকানা সম্বলিত সিটি কর্পোরেশন/ পৌরসভা/ ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট।
- আবেদনকারীর পাসপোর্ট অথবা বিএমইটির স্মার্ট কার্ড অথবা ট্রাভেল পাস।
- ঋণ আবেদনসহ প্রয়োজনীয় কিছু সহজ কাজগ পত্র।
এছাড়া বিস্তারিত তথ্যের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের এলাকা ভিত্তিক শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে।