সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ভিজিট ভিসায় যেতে চাওয়া কর্মীদের স্মার্টকার্ড বা ছাড়্রপত্র দেয়ার চিন্তা করছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো – বিএমইটি। দুবাইতে সরাসরি কর্মী ভিসায় বাংলাদেশ থেকে যাওয়ার সুযোগ না থাকায়, এখন এমন চিন্তা করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সম্প্রতি আন্ত:মন্ত্রণালয় সভায় এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো – বিএমইটির মহাপরিচালক শামসুল আলম প্রবাস বার্তাকে বলেন, প্রচলিত নিয়মে ভিজিট ভিসায় স্মার্টকার্ড দেয়ার সুযোগ নেই। তবে সরকার ইচ্ছা করলে সেটা করতে পারে। তিনি বলেন, যেহেতু ২০১২ সালের পর থেকে আমিরাত শ্রমবাজার বন্ধ রয়েছে, তাই কর্মীরা দেশটিতে যাওয়ায় আগ্রহী। এখন ভিজিট ভিসায় গিয়ে কর্মী ভিসা নেয়ার সুযোগ আছে, তাই সরকার এটি বিবেচনা করছে। অন্য অনেক দেশ এই সুযোগ নিচ্ছে বলেও জানান তিনি।
বিএমইটি মহাপরিচালক বলেন, যদি কোন কোম্পানী গ্রুপ ভিসার অনুমোদন নেয় এবং দূতাবাস থেকে সত্যায়িত হয়ে আসে, তাহলে কর্মীদের স্বার্থ বিবেচনায় স্মার্টকার্ড দেয়া যেতে পারে। তবে ব্যক্তিগত বা একক ভিসার ক্ষেত্রে সেটি নাও হতে পারে।
এ বিষয়ে শ্রম অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রবাস বার্তাকে বলেন, কর্মীদের স্বার্থ বিবেচনায় সরকার এমন সিদ্ধান্ত নিলে তা নিশ্চয়ই ইতিবাচক। এক্ষেত্রে অবশ্যই ভিসা সত্যায়নের আগে দূতাবাসের শ্রম উইং থেকে কোম্পানী পরিদর্শন করতে হবে। এটা নিশ্চিত করা গেলে ঝুঁকি থাকবে না। তিনি বলেন, কোন কর্মী যাতে দালালের মাধ্যমে স্মার্টকার্ড ছাড়া না যায়, সে বিষয়েও সকলকে সচেতন হতে হবে।