রিক্রুটিং এজেন্সি মালিকদের নিয়ে গঠিত সংগঠন, রিক্রুটিং এজেন্সি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব বাংলাদেশ (রাওব) এবং দি ঢাকা রিক্রুটিং এজেন্টস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (ড্রিমস) এর নব নির্বাচিত নেতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। রাওব এর পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েসটিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাওব সভাপতি ফখরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস- বায়রার সদ্য সাবেক সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি। বিশেষ অতিথি ছিলেন বায়রার সাবেক সভাপতি আবুল বাশার, সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান। এছাড়াও অনলাইনে যুক্ত হন সাবেক সভাপতি নূর আলী।
নবনির্বাচিত ড্রামস সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, সহ-সভাপতি আশ্রাফ আলী সরদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভুঁইয়া, যুগ্ম-সম্পাদক একেএম আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা হারুন-অব রশিদ, সদস্য- মোহাম্মদ আনোয়ার হোসেন, মিসেস লিমা বেগম, মজিবুর রহমান, হক জহিরুল জুও, রেহানা পারভীন, মো. আওলাদ হোসেন ও বাবুল হোসেন হাকিম। গত ১২ জানুয়ারি ড্রামস এর নির্বাচনে শাহাদাত-মিজান পরিষদ ১১টি পদে নির্বাচিত হয়।