ইউরোপের বিভিন্ন দেশে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার দায়ে সাইফুল ইসলাম নামে (৩৭) এক জনকে ১ মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) রাজধানীর বনানী থেকে আটক করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেওয়া হয় ।
এর আগে অভিযোগের ভিত্তিতে র্যাবের একটি দল বেলা ১টার দিকে বনানীর ডি ব্লকের ১৭ নাম্বর রোডের ১১ নাম্বর বাসার গ্লোবাল এক্সপ্রেস নামে একটি অফিসে অভিযান চালিয়ে সাইফুলকে আটক করে।
এ সময় সাইফুল ইসলামের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের বিপুল পরিমান চেক, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, কয়েকটি কম্পিউটার সহ আটটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
এদিকে অপরাধ স্বীকার করায় সাইফুল ইসলামকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব রুহুল কুদ্দুস প্রবাস বার্তাকে বলেন, “আমরা গত কিছুদিন ধরে অভিযোগ পাচ্ছিলাম ইউরোপে নেওয়ার কথা বলে গ্লোবাল এক্সপ্রেস নামের একটি অনুমোদনহীন প্রতিষ্ঠান বিভিন্ন মানুষের কাছ মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। আজ এখানে র্যাব-১ এর একটি দলকে নিয়ে অভিযান পরিচালনা করা হয় এবং অভিযুক্ত সাইফুলকে এক মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।”
অভিযান পরিচালনা প্রসঙ্গে র্যাব-১ এর পুলিশ সুপার মুশফিকুর রহমান জানান, পর্তুগাল, ডেনমার্ক, রোমানিয়া, ক্রোয়েশিয়া, ফিজি, পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে সাইফুল মানুষের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছে। তাঁর এই গ্লোবাল এক্সপ্রেসের কোন অনুমোদন নেই, এমনকি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা চালিয়ে মানবপাচার করে আসছিলেন।