সৌদি আরবে প্রায় এক বছর অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকার পর শরিফুল ইসলাম (৩০) নামে এক প্রবাসী দেশে ফিরেছেন। শুক্রবার (২২ জানুয়ারি) রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টারের সহযোগিতায় দেশে ফেরেন তিনি। শরিফুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়।
জীবিকার টানে দুই বছর আগে শরিফুল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের একটি প্রাইভেট কোম্পানিতে কাজ শুরু করেন। সেখানে ৬-৭ মাস কাজ করার পর হঠাৎতার মস্তিষ্কে সমস্যা দেখা দেয়। এক পর্যায়ে সে খুব অসুস্থ হয়ে গেলে কোম্পানি তার প্রথম ধাপের অপারেশন করান। তবে দ্বিতীয় ধাপের অপারেশনে সে সুস্থ হয়ে যাবার সম্ভাবনা থাকলেও সেটির জন্য প্রয়োজন সময় এবং তার সঠিক সেবা।
দ্বিতীয় ধাপের অপারেশন দেশে করালে ভালো হবে এমন সিদ্ধান্ত নেন কোম্পানি। কারণ, তাকে দেখাশোনা করার কেউ ছিলনা। অন্যদিকে অসুস্থ হয়ে যাওয়ার পর করোনা মহামারীতে তার কাগজপত্র আর ঠিক হয়নি। যার ফলে তাকে সহজে দেশেও পাঠাতে পারছিলোনা সেই কোম্পানি।
প্রথম দিকে তার অসুস্থ হবার পর তার দেশের কোন ঠিকানাও পাচ্ছিলোনা কোম্পানি। সেজন্য দেশে থাকা তাঁর পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এক পর্যায়ে কোম্পানি শরিফুলকে দেশে পাঠাতে রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টারের সহযোগিতা চেয়ে তাকে সেখানে রেখে আসেন। রিয়াদে বাংলাদেশিদের এই প্রতিষ্ঠানটি এর আগেও অসহায় প্রবাসীদের স্বাস্থ্য সেবা দিয়ে পাশে ছিল।
ঢাকা মেডিকেল সেন্টারে শরিফুলকে নিয়ে আসার পর মেডিকেলের এম ডি আবদুল্লাহ আল মামুন নিজ দায়িত্বে অন্যান্য কর্মকর্তাদের বিষয়টি অবগত করে তাদের সহযোগিতায়, সোশ্যাল এক্টিভিস্ট ও মাইটিভির সৌদি প্রতিনিধি আব্দুল হালিম নিহনকে নিয়ে তাকে দেশে পাঠনোর উদ্যেগ নেন।
করোনা পরিস্থিতি, ফ্লাইট শিডিউল নিয়ে সেটিও হয়ে উঠছিল না সহসা। অন্যদিকে তার এক্সিট লাগাতে গিয়ে সৃষ্টি হচ্ছিল নানা জটিলতা। আর এসব কিছু ঠিক করে আনতে প্রায় ৬ মাস সময় লেগে যায়। আর এই ৬ মাস শরিফুল ছিলেন ঢাকা মেডিকেল সেন্টারে।
সব কিছু ঠিকঠাক করার পরও মাঝে কিছুদিন আগে তার ফ্লাইট কনফার্ম করলেও রিয়াদ বিমান বন্দর থেকে ফিরে আসতে হয় তার ফিঙ্গার জটিলতায়। সর্বশেষ আবার রিয়াদ দূতাবাসের লেবার উইং টিমের সহযোগিতায় সব কিছু ঠিক করে শুক্রবার তাকে দেশে পাঠাতে সক্ষম হয়েছে ঢাকা মেডিকেল সেন্টার।
অবশেষে অসুস্থ এই প্রবাসীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রহণ করে পরিবারে কাছে পৌঁছে দেন সৌদি আরব প্রবাসী আব্দুল হালিম নিহন।
এদিকে দেশের মাটিতে পৌছাতে পেরে অশ্রুসিক্ত হয়ে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শরিফুল ইসলাম।