মাালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান দেশটির পুলিশ সার্ভিস কমিশনার মোহাম্মদ হামীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। দুতালায় সুত্রে জানা যায়, এ সময়ে ভাতৃপ্রতিম দু’টি দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়।
পুলিশ কমিশনার মালদ্বীপের আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট বিষয়ক বিভিন্ন চ্যালেঞ্জ এবং সমস্যার বিষয়ে অবহিত করেন। আলোচনায় মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও স্থান পায়।
রাষ্ট্রদূত বাংলাদেশি কর্মীদের পুলিশ রিপোর্ট প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতার কথা উল্লেখ করেন এবং পুলিশের সহযোগিতা কামনা করেন।
এই সময়ে পুলিশ কমিশনার মালদ্বীপের অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে পুলিশ কমিশনার উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে কিছু সংখ্যক প্রবাসী মাদক ব্যবহার ও পরিবহনসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
তিনি এই ধরনের অপরাধমূলক কার্যক্রম থেকে প্রবাসীদের বিরত রাখার বিষয়ে দূতাবাসের সহযোগিতা কামনা করেন।
আলোচনায় দূতালায় প্রধান মোহাম্মদ সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।