উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত পাঁচটি দেশের জন্য গৃহকর্মীর ভিসা চালু করেছে। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, নেপাল ও শ্রীলঙ্কা। রবিবার (১৭ জানুয়ারি) থেকে কুয়েতের নাগরিকদের গৃহকর্মী আনতে ভিসার জন্য বিভিন্ন শ্রম সংস্থার মাধ্যমে আবেদনের অনুমোদন দেয়া হয়েছে বলে আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির সুপ্রিম কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও নেপাল থেকে সরাসরি বিমানের মাধ্যমে শুধু গৃহকর্মী প্রবেশ করতে দেয়া হবে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাণিজ্যিক বিমান পুনরায় চালু করার পর এই সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে স্পনসর (মালিক) এবং বিমান সংস্থার টিকিট, প্রাতিষ্ঠানিকভাবে পৃথকীকরণ এবং প্রয়োজনীয় অর্থ প্রদানের মাধ্যমে কুয়েতে আসার জন্য নতুন গৃহকর্মীদের বালসামা অ্যাপে নিবন্ধন করতে হবে।
ছুটিতে আটকে পড়া গৃহকর্মীদের চলতি মাসের শেষের দিকে প্রথমে শ্রীলঙ্কান এরপর বাংলাদেশ ও নেপালে চলতি মাসের শেষের দিক থেকে প্রথম বিমানটি গৃহকর্মী নিয়ে আসবে। এরপর বাংলাদেশ ও নেপালের গৃহকর্মীদের সরাসরি কুয়েতে প্রবেশের কথা রয়েছে।
সম্প্রতি কুয়েত সরকার বিভিন্ন দেশে আটকে পড়া গৃহকর্মীদের তৃতীয় দেশের পরিবর্তে সরাসরি কুয়েতে প্রবেশের অনুমুতি দিয়েছে। দূতাবাস বিভিন্ন সূত্রে জেনেছে বেশ কিছু সংখ্যক বৈধ ভিসাধারী অর্থাৎ আকামার মেয়াদ আছে এমন বাংলাদেশি তৃতীয় দেশ হয়ে কুয়েতে ফিরেছেন। সোমবার ( ১৮ জানুয়ারি ) কুয়েতের বাংলাদেশ দূতাবাস এসব তথ্য জানিয়েছে।
দূতাবাস বলছে, এখনো অজ্ঞাত সংখ্যক বৈধ ভিসাধারী বাংলাদেশি সম্ভবত কুয়েতে আসতে পারেননি। এছাড়াও অদূর ভবিষ্যতে ১৮ নং ভিসাধারী সহ নতুন ভিসা প্রাপ্ত ও অন্যান্য ভিসাধারীদের কুয়েতে সরাসরি প্রবেশের অনুমতি দেয়া হতে পারে।