উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সেবা সহজ করার লক্ষ্যে ছুটির দিনে পাসপোর্ট সংক্রান্ত সেবার উদ্যোগ নিয়ে দূতাবাস। এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, আগামী শুক্রবার (২২ জানুয়ারি) কাতারের আল খোর এলাকায় বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সেবা প্রদান করা হবে।
আল খোর এলাকার তাকছীম রেস্ট্রুরেন্ট (আল ফারদান এক্সচেঞ্জ এর পেছনে) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রবাসীরা পাসপোর্ট সংক্রান্ত সেবা নিতে পারবেন।
পাসপোর্ট সেবা প্রার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্যাবলী-
এছাড়া যে কোন তথ্যের জন্য ইমেইল- qatarpassportandvisawing@gmail.com, ফেইসবুক পেজ- Passport Service Bangladesh Embassy অথবা ৬৬৪৩৭৫০৬/৪০৩৯৪৬২৮ নাম্বারে যোগাযোগ করতে বলেছে দূতাবাস।