বিদেশে জনশক্তি প্রেরণকারী ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ – বায়রা পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূর মোঃ মাহবুবুল হককে এই দায়িত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাণিজ্যিক সংগঠন এর পরিচালক ডঃ মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত আদেশে এ নিয়োগ দেয়া হয়। এতে করে সভাপতি বেনজীর আহমদ এমপি ও মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমানসহ বায়রার বর্তমান কমিটির সদস্যদের দায়িত্ব শেষ হচ্ছে।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ- বায়রা বাণিজ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স প্রাপ্ত একটি সংগঠন। সংগঠনের কার্যনির্বাহী কমিটির মেয়াদ ১৪ অক্টোবর ২০২০ শেষ হয়েছে। মেয়াদ শেষ হবার আগেই বায়রার সভাপতির আবেদনে আইন ও বিচার বিভাগ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামত নিয়ে কমিটির মেয়াদ ১৭ এপ্রিল ২১ পর্যন্ত বৃদ্ধি করেছিল। গত ২৩ নভেম্বর উচ্চ আদালতের এক আদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের মেয়াদ বৃদ্ধির চিঠি স্থগিত করা হয়।
তাই, বায়রার প্রশাসনিক কার্যক্রম ও আগামী নির্বাচন সংক্রান্ত কাজ পরিচালনার জন্য বাণিজ্য সংগঠন অধ্যাদেশ হাজার ১৯৬১ এর ১০ ধারা অনুযায়ী নূর মো: মাহবুবুল হককে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি দায়িত্ব গ্রহণের পর সংগঠনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও বিধি মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন।