বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে সকল ফ্লাইট বাতিল করা হয়েছে পরবর্তীতে ফি ছাড়া টিকেট পরিবর্তন করে দেয়া হবে। এর জন্য কোন চার্জ দিতে হবে না যাত্রীদের। সৌদি আরব তাদের দেশে হঠাৎ করে বিমানবন্দর বন্ধ করে দেয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক।
দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। সচিব জানান, বাংলাদেশে এখন পর্যন্ত নিজ থেকে কোন ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নেয়নি। বিভিন্ন দেশ তাদের এয়ারপোর্ট বন্ধ করে দেয়ার কারণে ফ্লাইট বাতিল করা হচ্ছে।
বাংলাদেশের এয়ারপোর্ট বন্ধ বা সকল ফ্লাইট বন্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে এ বিষয়ে তীক্ষ্ণ পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
যুক্তরাজ্যে নতুন এক ধরনের করোনা ভাইরাস শনাক্ত হাওয়ায় বিশ্বের অন্তত ৪০ টি দেশ লন্ডনের সাথে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এই প্রেক্ষিতে ২১ ডিসেম্বর থেকে সৌদি আরব, ২২ ডিসেম্বর থেকে ওমান এক সপ্তাহের জন্য তাদের বিমানবন্দরসহ সকল বন্দর বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।