সৌদি আরবে এক সপ্তাহের জন্য সব ধরনের ফ্লাইট নিষেধাজ্ঞার প্রেক্ষিতে সোমবার (২১ ডিসেম্বর) থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এছাড়া বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের ফ্লাইট পুনরায় চালুর হওয়ার পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিশ্বের কয়েকটি দেশে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদি বার্তা সংস্থা এসপিএ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক সংবাদে এ তথ্য জানিয়েছে।