পূর্ব-পরিকল্পনা অনুযায়ী মধ্যপ্রাচ্যের অন্যতম আকর্ষণীয় শহর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ফ্লাইট চালু করছে ইউএস বাংলা এয়ারলাইন্স। আগামী ১ ফেব্রুয়ারি ২০২১ থেকে ঢাকা থেকে দুবাইয়ে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ইউএস-বাংলার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটক এবং প্রবাসী বাংলাদেশিদের সেবা দেওয়ার লক্ষ্যে প্রাথমিকভাবে ঢাকা থেকে দুবাইয়ে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। খুব শিগগির দুবাই ছাড়াও আবুধাবিতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত রয়েছে।
এ প্রসঙ্গে ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম প্রবাস বার্তাকে জানান, আগামী ১ ফেব্রুয়ারী থেকে প্রথমিকভাবে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করা হবে। তবে ফেয়ার এবং ফ্লাইটের সময় শীগ্রই জানিয়ে দেওয়া হবে।
বর্তমানে মধ্যপ্রচ্যের মাস্কাট ও দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, প্রতিবেশী দেশ ভারতের চেন্নাই ও কলকাতা এবং চীনের গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী বছরের শুরুতে মালে ও কলম্বো রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনাও রয়েছে ইউএস-বাংলার।