মালয়েশিয়া প্রবাসীদের সেবা নিতে দালাল চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। সোমবার (১৪ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায়।
দেশটিতে নতুন করে অবৈধদের বৈধতার ঘোষণায় যাদের পাসপোর্ট নেই কিংবা পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে তারা এখন নতুন পাসপোর্ট সংগ্রহের জন্য দূতাবাসে ভীড় করছেন। সেজন্য পাসপোর্ট সেবায় আগের চেয়ে চাপ বেড়েছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেনীর দালাল চক্র দ্রুত পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সমাধান ও সেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করছে। অনেকেই এসব দালালদের ফাঁদে পা দিয়ে প্রতারিত হচ্ছেন।
এ বিষয়ে দূতাবাস থেকে এই ধরনের প্রতারনা থেকে সতর্ক থাকার জন্য নোটিশ জারি করেছে হাইকমিশন। নোটিশে বলা হয়েছে, সম্প্রতি কিছু ব্যাক্তি নামে/ বেনামে ফেইসবুক আইডি, গ্রুপ ও পেইজে হাইকমিশনের বিভিন্ন সেবা ও সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা কিংবা মধ্যাস্থতার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার জালে ফেলার বিভিন্ন অপচেষ্টায় ম্যাসেঞ্জার, বিজ্ঞাপন, ফেইসবুকে প্রকাশ করে অপপ্রচার করছে। এ ধরনের প্রতারনামূলক বিজ্ঞাপণ কাজে যুক্ত ব্যাক্তিদেরকে এসব কাজ থেকে বিরত থাকতে বলা হচ্ছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এবং সংশ্লিষ্ঠ সকলকে এ ধরনের চটকদার বিজ্ঞাপনের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।