দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের নামে ব্যক্তিগত তথ্য চেয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২ ডিসেম্বর) দেশটির রাজধানী সিউওলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি বাংলাদেশ এমব্যাসির নাম ব্যবহার করে ইমো আইডি ব্যবহার করে এদেশে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য জানতে চেয়ে হয়রানি করা হচ্ছে। সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের নামে কোন ইমো আইডি নেই। তাছাড়া কন্স্যুলার সংক্রান্ত তথ্য আদান প্রদানের ক্ষেত্রে দূতাবাস হটলাইন নম্বর- ০১০ ২৮৮১-৪০৫৬ ও পিবিএক্স নম্বর ০২-৭৯৬-৪০৫৬/৭, ০২-৭৯৬-৯৫৩৫ এর মাধ্যমে যোগাযোগ করা হয়ে থাকে।
দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশিদের কোন ধরনের ব্যক্তিগত তথ্য দেওয়া এবং আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। সেই সঙ্গে যে কোন ধরনের কন্স্যুলার সেবা সংক্রান্ত সহায়তার জন্য দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলেছে দূতাবাস।