কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য আন্তর্জাতিক অভিবাসী দিবস পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। রবিবার (২২ নভেম্বর) দূতাবাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের (ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে) বৈধ পথে রেমিটেন্স প্রদানের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ বছর এই পুরস্কারটি আগামী ১৮ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টায় প্রদান করা হবে।
এই পুরস্কার পাওয়ার জন্য আগ্রহী প্রবাসী বাংলাদেশি নাগরিকদেরকে আগামী ৬ ডিসেম্বরের মধ্যে অফিস চলাকালীন সময়ে (সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ে আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।
এছাড়া আবেদন ফরম ও এ-সংক্রান্ত নীতিমালা দূতাবাসের ওয়েবসাইট ও দূতাবাসের ফেসবুক পেইজ অথবা দূতাবাসের শ্রম কল্যাণ উইং থেকে সংগ্রহ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানায় দূতাবাস।