স্থগিতের পর আবারও আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের নোটিশ বোর্ডে এ তথ্য জানানো হয়।
তবে সপ্তাহে কয়টি ফ্লাইট পরিচালনা করা হবে এ বিষয়ে কিছু জানায়নি দেশের পতাকাবাহী এই প্রতিষ্ঠান।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর থেকে এয়ারবাবল চুক্তির আওতায় বাংলাদেশ বিমান ভারতের তিনটি রুটে ফ্লাইট চালু করে। পরে ৯ নভেম্বর যাত্রী সংকটের কারণে কলকাতা ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছিল বিমান।
এদিকে ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে ৩টি ও ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করছিল বিমান। এ ছাড়া নভোএয়ার ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে ১টি ও ইউএস বাংলা চেন্নাই ও কলকাতা রুটে সপ্তাহে ১৩টি ফ্লাইট পরিচালনা করছে।