মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আন্তর্জাতিক পাঁচ গন্তব্যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
ওয়েবসাইটে বলা হয়, ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমুন্ডু, মাস্কাট ও কুয়েত রুটে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করা হলো। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট চালুর দিন ও তারিখ জানিয়ে দেওয়া হবে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ায় গত মার্চ মাস থেকে বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
দেশে ছুটিতে এসে আটকা পড়া কুয়েত প্রবাসীরা যখন দেশটিতে ফিরে যাওয়ার আশা দেখছিলেন, ঠিক এই সময়ে বিমানের ফ্লাইটের স্থগিতের মেয়াদ বাড়ল।
এদিকে কুয়েত সরকারের স্বাস্থ্য-মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশসহ ৩৪ টি দেশের নাগরিকদের উপর প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে দেশে ছুটিতে আটকে-পড়া প্রবাসীরা পড়েছেন মহাবিপাকে।
এছাড়া অনেক প্রবাসীর আকামা নবায়ন করতে না পারায় অনিশ্চয়তার মধ্যে দিন পাড় করছেন। অন্যদিকে ছুটিতে থাকা প্রবাসীদের ছুটি থাকাকালীন ৯ মাসের মধ্যে কুয়েত ফিরে না আসতে পারলে তাদের আর কুয়েত প্রবেশের কোন সুযোগ থাকবে না বলে জানিয়েছে দেশটির সরকার।