ওমানে ‘অবৈধ’ হয়ে পড়া প্রবাসীদের নিজ দেশে ফেরার সুযোগ দিয়েছে দেশটির সরকার। সেই প্রেক্ষিতে ১৫ নভেম্বর থেকে বহুল প্রত্যাশীত আউটপাশের জন্য নিবন্ধন শুরু হয়েছে।
সেই প্রেক্ষিতে এবার প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় আউটপাশ সংক্রান্ত সেবা পৌঁছে দিবে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার (১৬ নভেম্বর) দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ হুমায়ন কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের টিম আগামী ২০ ও ২১ নভেম্বর হোটেল ইউনাইটেড ড্রিমস-১২ (আকিল মসজিদের পাশে) প্রবাসীদের আউটপাশ সংক্রান্ত সেবা প্রদান করবে। আউটপাশ নিয়ে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে দূতাবাস।
প্রসঙ্গত, প্রবাসীদের সাধারণ ক্ষমার আওতায় ১৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যে সকল প্রবাসীরা ওমান ত্যাগ করবে তাদের কোন প্রকার জরিমানা গুনতে হবেনা। এছাড়া এই সময়ে প্রবাসী কর্মীদের নিয়োগ কর্তারা সমস্ত ফি ও জরিমানা থেকেও রেহাই পাবে।