মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ” অবৈধ” হয়ে পড়া প্রবাসীদের নিজ দেশে ফেরার সুযোগ দিয়েছে দেশটির সরকার। সেই প্রেক্ষিতে বহুল প্রত্যাশীত আউট পাশের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যে সকল প্রবাসীরা নিজ দেশে ফিরতে চায় তাদেরকে অনলাইনে নিবন্ধন করার আহ্বান জানিয়েছে দেশটির জনশক্তি মন্ত্রণালয়।
প্রবাসীদের সাধারণ ক্ষমার আওতায় ১৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যে সকল প্রবাসীরা ওমান ত্যাগ করবে তাদের কোন প্রকার জরিমানা গুনতে হবেনা। এছাড়া এই সময়ে প্রবাসী কর্মীদের নিয়োগ কর্তারা সমস্ত ফি ও জরিমানা থেকেও রেহাই পাবে।
এদিকে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া দেশে ফিরতে ইচ্ছুক এমন প্রবাসীদের উদ্দেশ্যে দেশটির শ্রম মন্ত্রনালয় বলছে, যে সকল প্রবাসীদের ইতিমধ্যে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাদের নিজ দেশের দূতাবাসে যোগাযোগ করে পাসপোর্ট সহ অন্যান্য কাগজপত্র ঠিকঠাক করতে। এছাড়া ভ্রমণ সংক্রান্ত নথিপত্রের কাজ শেষ করে ওমান ত্যাগের সময় দেশটির রাজধানী মাস্কাটের বিমানবন্দরের শ্রম মন্ত্রণালয়ের অফিসে প্রবাসীদের করোনা পরীক্ষা নিশ্চিত করতে যোগাযোগ করতে হবে।