দেশে ছুটিতে এসে করোনাভাইরাসের কারণে আটকে পড়া কুয়েত প্রবাসীদের ফিরতি ফ্লাইট নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে বলে জানিয়েছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (০৬ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেইজে এক পোষ্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, ছুটিতে এসে দেশে আটকা পড়া কুয়েতে প্রবাসীদের কুয়েতে ফিরে আসার জন্য ফ্লাইট চালুর বিষয়ে ইনসাফ ইন্টারন্যাশনাল লিমিটেড এবং নাসির ইন্টারন্যাশনাল ওভারসীজ এর প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট। ঢাকায় অবস্থিত কুয়েত দূতাবাস থেকে জানানো হয়েছে তারা এ ধরনের কোন বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।
তাই এমন মিথ্যা বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসীদের বলা হয়। কুয়েত সরকার ফ্লাইট চালুর বিষয়ে কোন সিদ্ধান্ত নিলে দূতাবাস সেটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবে। এছাড়া যে কোন তথ্যের জন্য দূতাবাসের ফেসবুক অনুসরণ করার কথা দূতাবাস থেকে বলা হয়েছে।