সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মাম রুটে নতুন ফ্লাইট ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন ফ্লাইটগুলোতে কারা যেতে পারবের সে বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই তিন রুটে নির্ধারিত তারিখের রিটার্ন টিকিট যাদের কাছে আছে তারাই শুধু টিকিট পরিবর্তন করে যেতে পারবেন।
রবিবার ( ২৭ সেপ্টেম্বর ) রাতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকিট সংগ্রহ করা যাবে বিমানের যে কোন কাউন্টার থেকে। টিকেট ,পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত এ্যাপস/ লিংক থেকে অনুমোদন ইত্যাদিসহ যোগাযোগ করতে বলা হয়। বুকিং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে হবে। পর্যায় ক্রমে অন্য যাত্রীদেরও বুকিং এর জন্য অবহিত করা হবে। তাই অন্য যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভিড় না করতে অনুরোধ করেছে বিমান কর্তৃপক্ষ।

বিমানের জেদ্দা রুটের ফ্লাইট শিডিউল

বিমানের রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট শিডিউল