বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকরা কুয়েতে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার ( ৩০ জুলাই ) মন্ত্রিসভার আনুষ্ঠানিক মুখপাত্র, সেন্টার ফর গভর্নমেন্ট যোগাযোগ (সিজিসি) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং তার নাগরিক ও বাসিন্দাদের সাত আগস্ট বাদে ১ আগস্ট থেকে শুরু হতে দেশে এবং দেশে যাওয়ার অনুমতি দেবে।
যে সাত দেশ থেকে কুয়েতে প্রবেশ করতে পারবে না সেগুলো হল, বাংলাদেশ, ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরান এবং নেপাল। (খবর: কুয়েত টাইমস)