সিলেট জেলা বি এন পি’র সাবেক সভাপতি এম এ হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, এমপি।
শুক্রবার ( ৩ জুলাই ) এক শোকবার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, এম এ হক একজন বরেণ্য রাজনীতিবিদ ছিলেন। রাজনৈতিক অঙ্গনে অবদানের কারণে তিনি সিলেট বাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার বেলা ১১টায় সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ মহামারীর উপসর্গ নিয়ে মারা যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই উপদেষ্টা।