মালয়েশিয়ায় নিয়োগদাতা পরিবর্তনের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে দেশটিতে বাংলাদেশ হাইকমিশন। সোমবার (২২ জুন) অফিসিয়াল ফেজবুক পেজে এই বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ তুলে ধরা হল:
মালয়েশিয়া সরকার করোনা ভাইরাস পরিস্থতির কারণে যে সমস্ত কোম্পানি বন্ধ হয়েছে বা কর্মী ছাটাই করতে বাধ্য হয়েছে সে সমস্ত কোম্পানির বিদেশী কর্মীদের একই সেক্টরে নিয়মানুযায়ী কোম্পানি/নিয়োগকর্তা পরিবর্তন করার সুযোগ প্রদান করেছে। এই কর্মী পরিবর্তন প্রক্রিয়া বর্তমান নিয়োগকারী কোম্পানি/নিয়োগকর্তা এবং নিয়োগ দিতে ইচ্ছুক কোম্পানি/নিয়োগকর্তা উভয়ের মধ্যে চুক্তি করে যৌথভাবে মালয়েশিয়া সরকারের লেবার ডিপার্টমেন্ট (JTKSM) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় (KDN) এর মাধ্যমে সম্পাদন করবে। বাংলাদেশী কর্মী ভাইদের এককভাবে কোম্পানি পরিবর্তনের উদ্যোগ গ্রহণ না করার জন্য পরামর্শ দেওয়া হলো। এক্ষেত্রে ঐ সমস্ত কোম্পানির নামে ভিসাধারী বাংলাদেশি কর্মীগণ হাইকমিশনের সাথে যোগাযোগ করুন।
একই সাথে সে সমস্ত কোম্পানি নিয়মানুযায়ী কর্মীদের নিয়োগ দিতে ইচ্ছুক সেসব কোম্পানির বিষয়েও হাইকমিশনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।