জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। সময় মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা তার সাথে ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।
বুধবার (২০ মে ) বিকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ড. সালেহীনসহ কর্মকর্তারা। এরপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শহিদুল আলম এনডিসি, মন্ত্রীর একান্ত সচিব আহমেদ কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।