জাহিদ হাসান সোহাগ,পর্তুগাল প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে গত মাসে হাসপাতালে ভর্তি হযওয়ার পর সুস্থ্য হয়ে উঠেন পর্তুগাল প্রবাসী জহিরুল ইসলাম বাপ্পি (৩০)। কোরনায় জয়ী হলেও হঠাৎ মৃত্য হয় এই প্রবাসীর। সোমবার ( ৪ মে ) পর্তুগালের স্থানীয় সময় সকালে লিসবনের কারি কাবরাল হাসপাতালে ব্রেন ড্যামেজ হয়ে মারা যান তিনি। নিহতের পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
নিহত জহিরুল ইসলাম বাপ্পি বাংলাদেশি অধ্যুষিত মার্তৃম-মনিজ এলাকায় মাসালাহ রেস্টুরেন্ট ব্যবসা, লিসবন সেন্টার রুয়া কোষ্টা ও আলামেদা এলাকায় লিসবন নক নামক হোটেল ব্যবসায়ের সাথে যুক্ত ছিলেন। নিহতের বাড়ি বাংলাদেশের ফেনী জেলায়।
পর্তুগালে করোনায় আক্রান্ত হওয়ার পর প্রবাসী জহিরুল ইসলাম বাপ্পির এভাবে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশি অধ্যুষিত মার্তৃম-মনিজ এলাকায়সহ পুরো কমিউনিটিতে।