প্রবাস বার্তা, জর্ডান: করোনাভাইরাসের প্রভাবে খাদ্য সংকটে থাকা জর্ডান প্রবাসীদের কাছে সহায়তা পৌঁছে দিয়েছে বাংলাদেশ দূতাবাস। রাজধানী আম্মানের মাহাত্তা এলাকায় খাবার বিতরণ করেন দূতাবাসের কর্মকর্তারা।
শনিবার ( ২ মে ) ২৫০ প্রবাসীকে খাবার সহায়তা পৌঁছে দেয়া হয়। দূতাবাসের কর্মকর্তারা জানান, রাজধানীসহ আশপাশের এলাকায় পর্যায়ক্রমে প্রবাসীদের কাছে খাবার পৌঁছে দেয়া হচ্ছে। এখন পর্যন্ত ৩ হাজার ৫১০ জন প্রবাসীকে খাবার সহায়তা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
জর্ডানে প্রবাসীদের খাদ্য সহায়তা দিচ্ছে দূতাবাস
এর আগে রাজধানী আম্মানের মাহাত্তা, জাবাল হোসেন, মার্কা, জাবাল তাজ, জোফা, ওয়াহেদাত, জাবাল আকদার, হাই তোফাইলা, জাবাল নাদিফ ও জাবাল আম্মান এলাকায় প্রবাসীদের কাছে সহযোগিতা দেয়া হয়েছে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস জর্ডান।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল ২০২০ তারিখ হতে দূতাবাস জর্ডানের বিভিন্ন স্থানে এই খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।