স্টাফ রিপোর্টার: গাজীপুরে মালয়েশিয়া প্রবাসীর পরিবারেের চার সদস্য খুনের ঘটনায় আরো ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে র্যাাব ১ সদস্যরা।
বুধবার (২৯ এপ্রিল) র্যাবের পক্ষ থেকে অনলাইনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এর আগে সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পারভেজ নামে একজনকে আটক করে। পারভেজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া পাঁচ জনের মধ্যে একজন পারভেজের বাবা। অন্যরা সবাই একই এলাকার।
গত ২৩ এপ্রিল গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঘরের ভেতর খুন হন মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে।