সনজিত কুমার শীল, আমিরাত: সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ থাকবে ১৫ মে পর্যন্ত। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১ মে পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল ফ্লাইট স্থগিত ছিল। সেটি এখন বাড়ানো হয়েছে।
মঙ্গলবার ( ২৮ এপ্রিল ) দুবাই ও উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এদিকে বাংলাদেশ থেকে সকল রুটে বিমানের ফ্লাইট বন্ধ থাকবে ৭ মে পর্যন্ত। ২৭ এপ্রিল সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। তবে চীনের সাথে কার্গোসহ কিছু ফ্লাইট চলবে।