প্রবাস বার্তা, গাজীপুর: গাজীপুরে মালয়েশিয়া প্রবাসীর পরিবারের ৪ সদস্য হত্যাকাণ্ডের আলোচিত ঘটনা একজন গ্রেপ্তার হয়েছে। জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই পারভেজ (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
রোববার (২৬ এপ্রিল) রাতে গাজীপুরের আবদাল গ্রাম এলাকা থেকে পারভেজকে গ্রেপ্তার করে পিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পারভেজ জানিয়েছেন তার সাথে আরও কয়েকজন হত্যাকাণ্ডে অংশ নেয়।
পারভেজের স্বীকারোক্তি অনুযায়ী প্রবাসীর স্ত্রী ফাতেমার কানের দুল সহ স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এছাড়াও মাটির নিচ থেকে মোবাইল ফোন রক্তমাখা কাপড় উদ্ধার করে পিবিআই।
দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আলোচিত হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানাবে পিবিআই।
২৩ এপ্রিল বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর উপজেলায় নির্মমভাবে খুন হন মালয়েশিয়াপ্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা এবং তার তিন সন্তান।